গ্রামে গ্রামে খুচরো মদের দোকান খুলবে রাজ্য সরকার
রাজ্যের গ্রামগুলিতে মদের খুচরো ব্যবসা করতে চলেছে রাজ্য সরকার।
গ্রামে গ্রামে খুচরো মদের দোকান খুলবে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন।
ধাপে ধাপে কমবেশি ২০০০টি মদের দোকান খোলা হবে গ্রামগঞ্জে।
যে সব গ্রামে এখনও মদের দোকান, সেই সব জায়গাতেই খোলা হবে খুচরো মদের দোকান।
নবান্ন সূত্রে খবর, আবগারি দফতর প্রস্তাব পাঠিয়েছিল। তাতে সায় দিয়েছে অর্থ দফতর।
মদ বাবদ রাজস্থ আদায় হয় প্রায় ১০ হাজার কোটি কাটা। ২০০টি অতিরিক্ত দোকান খুলতে পারলে তা অনেকটাই বেড়ে যাবে বলে আশা নবান্নের।
শনিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানান হয়, প্রতিটি জেলায় মদের দোকান খুলবে রাজ্য সরকার। ঋণের ভারে জর্জরিত রাজ্যের আয় বাড়াতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবার জানা গেল, গ্রামে গ্রামে খোলা হবে খুচরো মদের দোকান।
রাজ্যের মাথায় দেনার বোঝা লাঘব করতে মদ বিক্রির পথেই তাই হাঁটছে রাজ্য সরকার।