সর্দার বল্লভভাই প্যাটেলের `স্ট্যাচু অব ইউনিটি` বিশ্বের উচ্চতম স্ট্যাচু
৮. রাশিয়ার দ্য মাদার ল্যান্ড কলস (৮৭ মিটার)
৭. থাইল্যান্ডের দ্য গ্রেট বুদ্ধ স্ট্যাচু (৯১ মিটার)
৬. আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি (৯৭ মিটার)ষষ্ঠ স্থানে।
৫. চিনের হাইনান প্রদেশের নানশান সন্যা স্ট্যাচু(১০৮ মিটার) পঞ্চম স্থানে।
৪. জাপানের উশিকু দাইবুতসু স্ট্যাচু (১২০ মিটার) চার নম্বরে।
৩. বর্তমান বিশ্বে তৃতীয় উচ্চতম স্ট্যাচু হল মায়ানমারের ল্যানকিউইন স্ট্যাচু (১৩০ মিটার)।
২. চিনের স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তি যেটি এতদিন অবধি উচ্চতম স্ট্যাচু (১৫৩ মিটার) ছিল। তার থেকে স্ট্যাচু অফ ইউনিটি ২৯ মিটার বেশি উঁচু।
১. গুজরাটে নর্মদা নদীর তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার(৫৯৭ ফুট) উচ্চতাবিশিষ্ট মূর্তি 'স্ট্যাচু অব ইউনিটি'- পৃথিবীর উচ্চতম স্ট্যাচু।৪২ মাস ধরে তৈরি হয়েছে এই সুবিশাল স্ট্যাচুটি।