Steve Smith 10000 Test Runs: ব্যাট তুলে বোঝালেন তিনি কিংবদন্তিদের ক্লাবেই, দেখতে দেখতে টেস্টে ১০ হাজারি স্মিথ...

Wed, 29 Jan 2025-2:16 pm,
Australia tour of Sri Lanka

বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়া এই মুহূর্তে শ্রীলঙ্কায় সফররত, টেস্ট ক্রমতালিকায় ছয়ে থাকা ধনঞ্জয় ডি সিলভাদের বিরুদ্ধে খেলছেন স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স দ্বীপরাষ্ট্রে না আসায় দলের দায়িত্ব স্মিথের কাঁধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ও দুই ওডিআইয়ের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। 

 

Steve Smith 10000 Test Runs

প্রতিবেদন লেখার সময়ে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টের ড্রিংকস ব্রেক চলছে। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২২৩ রান তুলে ফেলেছে। আর অস্থায়ী অধিনায়ক স্মিথ লিখে ফেলেছেন ইতিহাস। দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে তাঁর ১০ হাজার রান হয়ে গেল। প্রবাথ জয়সূর্যর প্রথম ডেলিভারি লেগ সাইডে ফ্লিক করে সিঙ্গল নিতেই স্মিথের ১০ হাজার রান চলে আসে। লাল বলের সংস্করণে ৯৯৯৯ রানে স্মিথ আটকে ছিলেন তিন সপ্তাহেরও বেশি সময় ধরে।

 

Smith became fourth Australian to score 10,000 Test runs

কেরিয়ারের ১১৫ নম্বর টেস্টের ২০৫ নম্বর ইনিংসে স্মিথের চলে এল ১০ হাজার টেস্ট রান। বাইশ গজে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই রেকর্ড করলেন তিনি। গল স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে স্মিথকে করতালিতে অভিনন্দন জানিয়েছে এই ইতিহাস লেখায়। টেস্ট্রে দ্রুততম ১০ হাজারি হওয়ার নজির কিন্তু কোনও একজনের নেই। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা ও কুমার সঙ্গাকারার টাই রয়েছে এই ইতিহাসে। এই তিন মহারথীই টেস্ট কেরিয়ারের ১৯৫ নম্বর ইনিংসে এসে ১০ হাজার রানের দেখা পেয়েছিলেন। 

 

স্মিথের আগে মাত্র ১৪ জন ক্রিকেটার টেস্টে ১০ হাজার রান করতে পেরেছেন। স্মিথ তাঁর দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন। অতীতে অ্যালান বর্ডার, স্টিভ ওয়া এবং রিকি পন্টিং এই ইতিহাস লিখেছিলেন। 

 

২০১০ সালে লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট  অভিষেক হয়েছিল স্মিথের। যদিও একেবারেই তা মনে রাখার মতো ছিল না। দুই ইনিংস মিলিয়ে ১৩ রান (১ এবং ১২) করেছিলেন তিনি । বছরের পর বছর ব্যাট সাধনায় তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফল টেস্ট ব্যাটারদের একজন হয়ে ওঠেন। অজিদের মিডল অর্ডারের মেরুদণ্ড হয়ে ওঠেন তিনি। তাঁর ধারাবাহিকতা অসাধারণ। ৩৪টি টেস্ট সেঞ্চুরি রয়েছে স্মিথের ঝুলিতে। তিনি অজিদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিকরীদের তালিকায় দুয়ে রয়েছেন। পন্টিংয়ের পরেই স্মিথ। পন্টিংয়ের ঝুলিতে ৪১টি শতরান হয়েছে। (পন্টিং লর্ডসে স্মিথের হাতে টেস্টের টুপি তুলে দিয়েছিলেন, রইল সেই ছবি )

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link