পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি, নিজেকে অদ্ভুত শাস্তি দিলেন স্টিভ স্মিথ
আইসিসির তালিকায় তিনি এখন এক নম্বর ব্যাটসম্য়ান। কিন্তু তিনি নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি। এটা তাঁর মনে হয়। একটা ম্যাচে রান পাননি। আর সে জন্য নিজেকে নিজেই শাস্তি দিলেন স্টিভ স্মিথ।
গাব্বায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষ দিন টিম বাসে ওঠেননি স্মিথ। মাঠ থেকে হোটেলের দূরত্ব তিন কিমি। এই রাস্তাটা তিনি দৌড়েছেন। এটাই তাঁর নিজেকে দেওয়া শাস্তি।
স্মিথ জানিয়েছেন, ''রান না পেলে আমি হয় দৌড়ই না হলে জিমে যাই। এটা আমাকে সাহায্য করে। এই শাস্তিটা নিজেকে দিই। লাভই হয় আমার। সেঞ্চুরি করলে আমি শান্ত থাকি। নিজেকে উপহার দিই।''
রান পেলে তিনি নিজেকে কী উপহার দেন? অজি তারকা বলেছেন, ''রাতে নিজেকে একখানা বড়সড় চকোলেট বার উপহার দিই। রান না পেলে আবার নিজেকে কঠিন শাস্তি দিই।''
বল বিকৃতি কাণ্ডে নাম জড়ানোর পর এক বছর নির্বাসনের শাস্তি ভোগ করেছিলেন স্মিথ। তার পর ফিরে এসে অবশ্য স্বপ্নের ফর্মে রয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। মাত্র চার রান করেছিলেন। প্রথম টেস্ট অবশ্য অস্ট্রেলিয়া জিতেছে।