`মন কি বাত`-এ যোগ দিতে যাওয়ার পথে দিলীপ ঘোষের গাড়িতে `হামলা`
দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। ভাঙল গাড়ির কাঁচ।
রবিবার সকালে হুগলির শ্রীরামপুরে 'মন কি বাত' অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি।
সেইসময় বাড়ির সামনেই তাঁর গাড়িতে 'হামলা' হয়। সল্টলেকের এএল ব্লকে বাড়ি দিলীপ ঘোষের।
জানা গিয়েছে, শ্রীরামপুরের উদ্দেশে রওনা দেওয়ার জন্য কনভয় যখন রেডি হচ্ছে , তখনই কেউ ঢিল ছোঁড়ে গাড়ি লক্ষ্য করে।
ঢিলের আঘাতে গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে। এই ঘটনায় শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন দিলীপ ঘোষ।