Basirhat Storm: `টর্নেডো`! ৩০ সেকেন্ডেই লন্ডভন্ড বসিরহাটের সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম....
বিমল বসু: ফের 'টর্নেডো'! ৩০ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। নষ্ট হল কয়েকশো বিঘার জমির ফসলও। সবজি ও পাট চাষে ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
বসিরহাটের স্বরূপনগরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রাম তরণী। সেই গ্রামে আছড়ে পড়ল ঝড়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল। সঙ্গে ঝোড়া হওয়া।
ঘড়িতে তখন সাড়ে পাঁচটা। বিকেল গড়াতেই হঠাত্-ই হাওয়ার বেগে বেড়ে যায়। এতটাই যে, ঝড় ওঠে!
স্থায়িত্ব ছিল মাত্র ৩০ সেকেন্ড। আর তাতেই কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গ্রাম।
লোকসভা ভোট তখন দোরগোড়ায়। নির্ঘন্ট ঘোষণা হয়েছে। এমনই ঝড়ে দুর্যোগে নেমে এসেছিল উত্তরবঙ্গে।
ঝড়ের দাপটের ভেঙে পড়েছিল অসংখ্য গাছ। এমনকী, রক্ষা পায়নি বাড়িও। প্রাণ হারিয়েছিলেন ৪ জন। জখম দেড়শো জনেরও বেশি।