বছরভর ঝুলি উজার করেন এই সান্তা, দেখুন

Fri, 27 Dec 2019-11:19 am,

বড়দিন মানেই খুশির দিন শিশুদের। অপেক্ষা, সান্তা দাদু আসবে গিফটের ঝোলা নিয়ে। কিন্তু বাস্তবের সত্তরোর্দ্ধ সান্তা দাদু পরিমল দে ক্রিসমাসের দিন কী বার করবেন ঝুলি থেকে? কিন্তু কে এই ব্যক্তি? ছবি: প্রীতম দে

পেশায় ছুতোর পরিমল দাদু শুধু ক্রিসমাসের দিন উপহার দেন না। তাঁর উপহারের ঝুলি সদাই খোলা।  চিন্তা করেন মায়ের পেটে থাকা শিশুদের নিয়েও। সারা বছর গরীব গর্ভবতী মায়েদের জন্য ব্যবস্থা করেন পেটভরা পুষ্টিকর খাবারের। বিনামূল্যে দেন শারীরিক সচেতনতার জন্য স্যানিটারী ন্যাপকিনও। ছবি: প্রীতম দে

বাড়ির পাশে জঞ্জালের স্তূপাকার দেখে মনে হয়েছিল যদি জঞ্জালের জায়গাটাকে বানানো যেত ইন্দোনেশিয়ার রেনবো ভিলেজ, তাহলে পরিবেশকে  প্লাস্টিকের হাত থেকেও রক্ষা করা যাবে। চিন্তাশক্তি বাস্তবে পরিণত হল।  ছবি: প্রীতম দে

 এরপর কর্পোরেশনের তোয়াক্কা না করে বাস্তবের সান্তা পরিমল বাবু উদ্যোগ নিয়ে ফেললেন জঞ্জালের পাহাড়কে মাদার থিম পার্ক বানাবেন। নিজের পয়সায় জঞ্জাল সরিয়ে তৈরি হল মডেল রেনবো ভিলেজের অনুকরণে মাদার থিম পার্ক।  ছবি: প্রীতম দে

সেই জলাশয়ের মধ্যে চড়ে হাঁসও। এলাকার বাড়িগুলোকে ও রামধনুর রঙে রঙিন করে দিলেন পরিমলবাবু। কাল ক্রিসমাসডে উপলক্ষে পরিমল দে-র বানানো পুকুরের মধ্যে নৌকা চড়ে ৩ সান্তা এলেন ১২০০ শিশুদের জন্য উপহার নিয়ে। ছবি: প্রীতম দে

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link