Street Art Festival: রংমশাল ২০২৩! শহরে লুপ্তপ্রায় শিল্পকলা নিয়ে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল...

Soumita Mukherjee Tue, 07 Feb 2023-9:19 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘এ বং পজিটিভ’ দলের সদস্যদের নিজস্ব প্রয়াসে প্রতিবছর আয়োজন করা হয় একটি স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালের, যার নাম রংমশাল।

 

হেদুয়া পার্কের পাশে উর্কুহার্ট স্কোয়ারে আয়োজন করা হয় এই উৎসবের।

 

এই বছর ৯ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি চারদিন ব্যাপী চলবে ‘রংমশাল ২০২৩’। যেখানে বাংলা এবং প্রাদেশিক ক্ষেত্রে,  প্রায় লুপ্ত হয়ে যাওয়া প্রাচীন আর্টফর্ম গুলোকে তুলে আনা হয়।

 

পুতুল নাচ,  ছৌ নাচ,  রণ পা , রায়বেশে ,  সম্বলপুরি , কলকেপাতারি , বহুরূপী শিল্প, পটের গান, সাঁওতাল নাচ, পল্লী গান, পথ নাটক দেখা যাবে এই উৎসবে। চিত্র শিল্পী ও হস্তশিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করে থাকেন এই প্রাঙ্গনে।

 

‘এ বং পজিটিভ’ দলের সদস্য পরিচালক বাপ্পা জানান, ‘কলকাতার বুকে এই রকম এক উৎসব প্রতিটি মানুষের কাছে এক গর্বের অনুভুতি এনে দেয়।এবং এই উৎসবের ম্যাধ্যমে আমরা তাঁদের, এবং আমাদের বাংলা তথা প্রাদেশিক, এই প্রাচীন শিল্প গুলির পাশে থাকার চেষ্টা করছি। এই উৎসবে আমাদের সাথে-সাথে , আপনারাও থাকুন। তাহলে  আমাদের এই প্রচেষ্টা আরও অনেক মানুষের কাছে পৌঁছবে এবং আনন্দের হয়ে উঠবে।’

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link