R G Kar Protest: অভয়ার বিচার চেয়ে, খালি গায়ে মোমবাতি হাতে রাত দখলে ৫২ পথশিশু...
অয়ন ঘোষাল: আমাদের কাছে যেটা রাজপথ। ওদের কাছে সেটাই বাঁচার পথ। আমাদের যদি হয় পথ চলা। ওদের কিন্তু পথেই চালা। ওদের মানে একদল পথ শিশুর। যাদের জীবনে হয়ত অনেক কিছুই নেই।
তারপরেও, ওরাও নিজেদেরকে সমাজের মূল স্রোতের মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা করে। ওদের অনেকের কাছেই হয়ত শিক্ষার আলো পৌঁছয়নি। তাতে কি? অভয়ার বিচার চেয়ে আন্দোলনে সামিল তারাও।
গতকাল গভীর রাতে যখন কর্মসূচি নেই বলে, শহর আর রাত জাগেনি, তখন খালি গায়ে মোমবাতি হাতে রাত দখলে নামল রাসবিহারী মোড় এবং আশেপাশের প্রায় ৫২ পথশিশু।
ওরা জানে না, ওদের এই রাত দখলের গুরুত্ব নাগরিক বা ছাত্র সমাজের কাছে কতটা ম্যাটার করে!
কিন্তু এরকম প্রতিবাদের এই ভাষা শহর আগে দেখেনি। তিলোত্তমার মানুষের চোখে ওরা হয়তো অবহেলিত! তবে ওরা আরেক 'তিলোত্তমা'র পাশে আছে। ওদের মতো করে।