দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, জারি হল সতর্কতা

Thu, 20 Aug 2020-1:33 pm,

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। সতর্কজারি হল দিঘা সহ জেলার উপকূল ভাগে। দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। সেই জলোচ্ছ্বাসে দিঘার রাস্তা এবং বাজার প্লাবিত হয়েছে।

সমুদ্রের ঢেউ দিঘার রাস্তার ওপর বইছে। সমুদ্রের জলস্তর পাড়ে চলে এসেছে। চরম সতর্কতা জারি করা হয়েছে। মাইকিং করে রাত থেকে সতর্ক করা হচ্ছে দিঘার পর্যটকদের।

মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাজপুর,  জলধা,  মন্দারমনি,  জামড়া, শ্যামপুরের দুর্বল বাঁধের দিকে নজরদারি চালাচ্ছে প্রসাশন। সেইসঙ্গে চলছে টহলদারি।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন গভীর নিন্মচাপ গ্রাস করবে দক্ষিণবঙ্গকে। তাই বজ্রবিদ্যুত সহ ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলাকে ঘিরে বাড়তি সর্তকতা নিয়েছে প্রশাসন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link