বন্ধুত্ব পথে বসাল দ্বাদশ শ্রেণির ছাত্রীকে! পালিয়ে বেড়াচ্ছে `বন্ধু`ও

Wed, 26 Aug 2020-2:21 pm,

গ্রামেরই জলসাতে গিয়ে পরিচয়, সেখান থেকে ফোন নম্বর আদানপ্রদান, বন্ধুত্ব। পরে কথা বলতে বলতেই গাঢ় হতে থাকে সম্পর্ক। বন্ধুত্ব মাত্রা পায় অন্য। পরে প্রেমও স্পর্শ করে শরীরকে। প্রেমিকের ভালোবাসায় নিজেকে উজাড় করে দেয় দ্বাদশ শ্রেণির ছাত্রীটি। ভেবেছিল, বিয়ে করবে নিজের ভালোবাসাকেই। কিন্তু সেই ভালোবাসার মানুষ মুখ ফেরাতেই গোটা আকাশটাই ভেঙে পড়ে বছর একুশের সেই ছাত্রীর মাথায়। একদিকে সামাজিক চাপ, অন্যদিকে, মনের উচাটন। প্রেমকে পেতে এবার প্রেমিকের বাড়ির সামনেই ধর্নায় বসল ছাত্রী। ঘটনাটি  মালদার মানিকচকের নতুনটোলা গ্রামে।

 দাবি একটাই,  বাড়ি বউ হিসাবে মানতে হবে। দ্বাদশ শ্রেনির  পড়ুয়া  রোমিলা খাতুন(২১)নামে ওই তরুণী কাহালর মোহনগঞ্জ গ্রামের বাসিন্দা। বছর দুয়েক আগে মানিকচক থানার নুরপুর গ্রামে এক জলসাতে গিয়ে ওই গ্রামেরই বাসিন্দা বছর তেইশের রাহুল মিঞার সঙ্গে  সম্পর্ক তৈরি হয়।

 গত এক মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে। রোমিলা খাতুন জানিয়েছেন কয়েক মাস আগে  রাহুল বিয়ে করতে অস্বীকার করে তাকে। কিন্তু রাহুল  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসও করেছে। বিয়ে করতে হবে শুনেই ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয় রাহুল।

স্ত্রীর মর্যাদা পেতে রাহুলের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন রোমিলা। মানিকচক থানাতে অভিযোগও করেছে। রোমিলার অভিযোগ, রাহুলের বৌদি ও মা তাঁকে মারধরও করেছেন।

রাহুলের মা রোমিলার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link