Christmas 2021: শুভশ্রী থেকে নুসরত, এবছর ক্রিসমাস কীভাবে কাটাচ্ছেন টলিউডের তারকারা?
নিজস্ব প্রতিবেদন: ছেলের প্রথম ক্রিসমাস, তাই অন্যবছরের তুলনায় একটু বেশিই আনন্দিত নুসরত জাহান। ঈশানকে সাজিয়েছেন সান্তা ক্লজের পোশাকে। ঘর সাজিয়েছেন ক্রিসমাস ট্রি, আলো, উপহার দিয়ে সাজিয়েছেন ঘর।
ছেলে ইউভাবের সঙ্গেই ক্রিসমাস কাটাচ্ছেন শুভশ্রী।
লাল রঙের পোশাক পরেছে ইউভান, মাথায় সান্তার টুপি। পাশে রয়েছে সান্তার দেওয়া উপহার।
বাড়িতেই বড়দিন কাটাচ্ছেন কোয়েল। ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজ, ক্রিসমাসে বাড়ি সাজিয়েছেন কোয়েল।
ক্রিসমাসে পথশিশুদের হাতে উপহার তুলে দিলেন মিমি চক্রবর্তী। এছাড়াও বাড়িতে তাঁর দুই সন্তান অর্থাৎ তাঁর দুই পোষ্যর সঙ্গে বড়দিন কাটাচ্ছেন মিমি।
বড়দিনে সায়ন্তিকাও সেজেছেন সান্তার পোশাকে। ক্রিসমাস ট্রি আর আলো দিয়ে সাজিয়েছেন ঘর
ক্রিসমাসে মধ্যরাতে লাল পোশাকে সেজেছেন দেবলীনা।