খড়্গপুরে ৬০ জন তৃণমূল ক্যাডারকে দাওয়াত, ৮ হাজারের স্মার্টফোন উপহার শুভেন্দুর
কমলিকা সেনগুপ্ত: জন্মলগ্ন থেকে খড়্গপুর অধরা ছিল তৃণমূলের। গত বিধানসভায় কংগ্রেসের জ্ঞানসিং সোহনপালকে হারিয়ে 'জায়ান্ট কিলার' হয়েছিলেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে বিজেপির রাজ্য সভাপতির মেদিনীপুর আসন জয়ে লিড দিয়েছিল খড়্গপুর। এহেন 'শক্ত' প্রশ্নপত্র শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ভরসার দাম দিয়ে লেটার মার্কস নিয়ে পাশ করেছেন শুভেন্দু। জয়ের পর তিনি দলের কর্মীাদের ভোলেননি।
খড়্গপুরে দলের জয় নিশ্চিত করতে বাছাই করে ৬০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করেছিলেন শুভেন্দু। তাঁদের নির্দিষ্ট দায়িত্ব ঠিক করে দেওয়া ছিল। তৃণমূলস্তরে দলের প্রচার চালিয়ে গিয়েছেন তাঁরা। এসেছে কাঙ্ক্ষিত জয়।
ভালো নেতা সবসময় কর্মীদের খেয়াল রাখেন। আর সে কারণেই জয়ের পর ওই ৬০ জন স্বেচ্ছাসেবীর জন্য মঙ্গলবার মাংস-ভাতের আয়োজন করেছে তৃণমূল।
শুধু তাই নয়, ৬০ জন দলীয় ক্যাডারের সবাইকে ৮ হাজার টাকার স্মার্টফোন উপহারও দিয়েছেন শুভেন্দু অধিকারী।
জয়ের জন্য খড়্গপুরের তিনটি মন্দিরে মানত করেছিলেন শুভেন্দুবাবু। এদিন পুজো দেন তিনি।
এদিনই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন খড়্গপুরের নতুন বিধায়ক প্রদীপ সরকার। দলনেত্রীর বার্তা, মানুষের সঙ্গে নম্র ব্যবহার করে কাজ করতে হবে।