সিবিআই নয়, চিটফান্ড তদন্তে রাজ্য পুলিসেই আস্থা সুদীপ্ত সেনের
বিক্রম দাস: রাজ্য পুলিসের তদন্তেই সত্য উদঘাটন হবে। আদালতে দাঁড়িয়ে এমনই আবেদন করলেন সারদা কর্তা সুদীপ্ত সেন।
এদিন রাজ্য পুলিসের একটি মামলায় বালুরঘাট এসিজেএমে তোলা হয় সারদা কর্তাকে।
আদালতে বিচারককে সুদীপ্ত আবেদন করেন, রাজ্য পুলিস সঠিক তদন্ত করছিল। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইয়ের হাত থেকে মামলা দেওয়া হোক রাজ্য পুলিসকেই।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে সারদা, রোজভ্যালি চিটফান্ডকাণ্ডের তদন্ত করছে সিবিআই। গত সপ্তাহে এসভিএফের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
অভিযুক্ত তদন্তকারী পরিবর্তনের আর্জি জানাচ্ছেন, এমনটা নজিরবিহীন নয়। কিন্তু, সুদীপ্ত সেনের আবেদন বেশ তাত্পর্যপূর্ণ। বিশেষ করে এমন একটা সময়ে যখন সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।