কলকাতায় ভাইঝির অনুষ্ঠানে হাজির গৌরী, সঙ্গী সুহানা
সম্প্রতি কলকাতায় আত্মীয় বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গৌরী খান ও সুহানা খান।
জানা যাচ্ছে গৌরীর পরিবারের বিয়ের অনুষ্ঠানেই তাঁরা কলকাতায় হাজির হয়েছিলেন।
ইতিমধ্যেই মেহেন্দি সেরিমনি থেকে বিয়ের অনুষ্ঠানে সুহানা ও গৌরীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, ''শাদি হ্যায়, নববধূ হল একজন ভীষণ ভালো নৃত্যশিল্পী।'' অনুষ্ঠানে লাল শাড়ি ও সিঁদুরে এক্কেবারেই ট্রাডিশনাল সাজে দেখা যাচ্ছে গৌরীকে।
বিয়ের অনুষ্ঠানে পরিবারের অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা যাচ্ছে শাহরুখ কন্যা সুহানাকে।
বিয়ের অনুষ্ঠানে আলিয়া ছিব্বর। আলিয়া হলেন গৌরীর ভাই বিক্রান্ত ও বৌদি নমিতার মেয়ে।
তুতো বোন আলিয়া ছিব্বরের সঙ্গে সুহানা খান।
আলিয়া ও সুহানা দুজনে প্রায় একই বয়সী।
ইনস্টাগ্রামের ক্যাপশান থেকে জানা যাচ্ছে এটি গৌরীর ভাইঝি আলিয়া ছিব্বরের বিয়ের অনুষ্ঠানে। আলিয়া ক্যাপশানে লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না যে আমার বিয়ে।
বিয়ের অনুষ্ঠানে গৌরীর মা সবিতা ছিব্বরের নাচ।
হাতে মেহেন্দি করতে ব্যস্ত সুহানা খান।
আলিয়া ছিব্বর ও তুতো বোনদের সঙ্গে সুহানা।
আলিয়া ছিব্বর ও তুতো বোনদের সঙ্গে সুহানা।
অনুষ্ঠানে ক্যামেরার সামনে পোজ সুহানার।