ফের চর্চায় বাদশা কন্যা,Tank Top ও Denim Shortsএ Hot লুকে Suhana Khan
পুল সাইডে কাটানো মুহূর্তগুলি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন Suhana Khan
বলিউডের কোনও ডিভার থেকে কম যান না Shah Rukh কন্যা Suhana Khan, সম্প্রতি pool এর কাছে Hot লুকে দেখা গিয়েছে তাঁকে।
Dinner party থেকে বাড়ির রান্নাঘরে সমস্ত লুকেই তিনি Hot, তাঁর ফ্যাশন স্টেটমেন্ট আকর্ষণীয়। প্রত্যেক বারই নতুন স্টাইলে দেখা যায় তাঁকে।
Suhana Khan নিজের ছবি সময়ে সময়ে পোস্ট করেন। সুহানার 'হট' লুকে দেখতে অভ্যস্ত তাঁর অনুরাগীরা, পরিপাটি করে মেকআপ নেই, খোলা চুল আর হালকা আই মেকআপেই কুপোকাত তাঁর ভক্তরা। পুলের সামনে ডেনিম শর্ট সঙ্গে সাদা ট্যাঙ্ক টপ আর খোলা চুলের স্টাইলে মুগ্ধ নেটিজেনরা। তাঁর এই সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন
বলিউড বাদশার মেয়ে তিনি ,মাঝে মাঝেই নিজের বন্ধুদের সঙ্গে পার্টির ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তাঁর রুপ নিয়ে আলাদা করে প্রশংসা করার নেই, কিং খানের কন্যা Suhana Khan সাদা টপ ও ডেনিম শর্টস সঙ্গে আকর্ষণীয় তাঁর হাতের কোকের ক্যান।
কিং খানের কন্যা ইনস্টাগ্রাম কুইন। বলিউডের বাদশা কন্যা সুহানা আপাতত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করছেন। মার্কিন মুলুকে দিনযাপনের সুন্দর মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি।