সুহানা খান ইংল্যান্ডের যে আর্ডিংলি কলেজে পড়েন, তার ছবি দেখেছেন?

Mon, 11 Jun 2018-5:51 pm,

শাহরুখ কন্যা সুহানা খান ইংল্যান্ডের খ্যাতনামা আর্ডিংলি কলেজের ছাত্রী। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স প্রদেশের অন্যতম খ্যাতনামা ইন্ডিপেন্ডেন্ট বোর্ডিং স্কুল গুলির মধ্যে অন্যতম এই আর্ডিংলি কলেজ। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজ ইংল্যান্ডের একটি কো-এডুকেশন বোর্ডিং স্কুল। যেখানে আড়াই বছর থেকে ১৮ বছর পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

'আর্ডিংলি কলেজ' ইংল্যান্ডের টপ ১০ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে একটি। স্কুলের মধ্যেই রয়েছে বিশাল ক্যাম্পাস। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

২০১৭ সালের তথ্য অনুযায়ী এই আর্ডিংলি কলেজে আড়াই থেকে ১৩র বছর বয়সী মোট ৫২০ জন ছাত্র-ছাত্রী পড়েন। আর ১৩ থেকে ১৮ বয়সী ৪১৬ জন ছাত্র-ছাত্রী পড়েন। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজের মধ্যে রয়েছে এই সুইমিং পুল। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজের স্টুডেন্স হস্টেল। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজের ক্লাসরুম। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজের মিউজিক রুম। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজের ক্য়াম্পাস। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

আর্ডিংলি কলেজের ক্য়াম্পাস। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

গৌরী খানের দেওয়া তথ্য অনুযায়ী সুহানা খান আর্ডিংলি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। (ছবি সৌজন্য: আর্ডিংলি কলেজের ওয়েবসাইট)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link