ভারত-বাংলাদেশ কাঁটাতারের `সীমান্ত`, গল্প বলবেন পায়েল, সাহেব, রণজয়

Thu, 01 Oct 2020-5:00 pm,

কাঁটাতারের বেড়া আলাদা করেছে ভারত-বাংলাদেশকে। যদিও অনেকসময়ই এই কাঁটাতার পার করেই চলে বিভিন্ন অপরাধমূলক ঘটনা, এমনকি মানব পাচারের মত ঘটনাও ঘটে।। 'সীমান্ত' পারের অপরাধ মূলক ঘটনাকে ভিত্তি করেই তৈরি হতে চলেছে বাংলা ছবি 'সীমান্ত।'

 '৭১ ব্রোকেন লাইনস', 'দশমী'র মতো ছবি বানানোর পর এবার পরিচালক সুমন মিত্র বানাচ্ছেন 'সীমান্ত'। ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে ছবির শ্যুটিং পর্ব।

 ছবির গল্পে দেখা যাবে ইন্টেলিজেন্স ব্যুরো  (IB) একটি স্পেশাল টিম কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘটে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করে। তাঁরা অপরাধ জগতের এক মাস্টারমাইন্ডের সম্পর্কে জানতে পারে। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে কাজ করে এই অপরাধচক্র। নো ম্যানস ল্যান্ডকে ব্যবহার করে মানবপাচার চক্রের পিছনে রয়েছে একটি কুখ্যাত দল। এই অপরাধীদের অনুসন্ধান করতে গিয়ে তদন্তকারীরা কীভাবে সময়ের জালে জড়িয়ে পড়বে, সেটাই এই ছবির বিষয়বস্তু।  

ছবির গল্প এগোবে ইন্টেলিজেন্স ব্যুরোর একটি এলিট টিমের সদস্যদের ভিত্তি করে। যে টিমের উপর অপরাধমূলক কার্যকলাপ দমনের দায়িত্ব পড়ে।  IB টিমের একজন অফিসারের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে।

 

 

ছবিতে রয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। তিনি তদন্তকারী দলের অন্যতম সদস্য হিসাবে অভিনয় করেছেন।

ছবিতে ছোট হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সাহেব ভট্টাচার্য। এছড়াও রয়েছেন, সুদীপ মুখোপাধ্যায়, রণজয়, ঋষিরাজ, আনন্দ চৌধুরী, সোনিয়া রায়, সুশীল শিকারিয়া ও ধ্রুব দেবনাথ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বাপ্পাদিত্য শুভ্র।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link