রোহিণী নক্ষত্রে সূর্য! অকল্পনীয় সৌভাগ্যের মুখোমুখি এই রাশিগুলি...

Soumitra Sen Tue, 30 May 2023-7:19 pm,

এই ট্রানজিটের ১৫ দিনের পর্বের মধ্যে প্রথম ৯ দিন উষ্ণতম দিন। 

এই নয়টি উষ্ণ দিনকে নওতপ বলে উল্লেখ করা হয়। বছরের এই ৯ দিনই সব চেয়ে গরম দিন। আগামী ৩ জুন এটা শেষ হবে।

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা খুবই ভালো যাবে। এঁদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়-পর্বে আয় ক্রমশ বাড়বে।

সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করায় বৃষ রাশির জাতক জাতিকাদেরও সাফল্যের সময় শুরু হবে। এঁদের জীবনে উন্নতি আসবে নানা দিক থেকে। এই রাশির ব্যবসায়ীদের আর্থিক লাভ হবে। এঁদের বিনিয়োগের যোগও রয়েছে। এই রাশির যাঁরা বেসরকারি চাকরিতে কর্মরত তাঁদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

সূর্যের এই ট্রানজিটের ফলে মেষ ও বৃষ রাশির জাতক-জাতিকাদের মতো কর্কট রাশির ব্যক্তিদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। ব্যবসায় বিনিয়োগের পক্ষে ভালো। ব্যবসায় লাভের যোগ। এঁদের ভ্রমণযোগও আছে। সামগ্রিক ভাবেই এই রাশিদের জীবনে এ সময়ে সব দিক থেকেই উন্নতির যোগ রয়েছে।

সূর্য নক্ষত্র পরিবর্তন করায় ধনু রাশির জাতকদের জন্যও সময়টা শুভ হিসেবে বিবেচিত। তবে আর্থিক দিক থেকে এঁদের একটু অসুবিধার সম্মুখীন হতে হবে হয়তো। এঁরা সহজেই সামাজিক সম্মান অর্জন করতে পারবেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link