জাতীয় দলের জার্সিতে ১৫ বছর পূর্তি সুনীল ছেত্রীর
২০০৫ সালে ১২ জুন, কোয়েটায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয় সুনীল ছেত্রীর। অভিষেক ম্যাচেই গোল করেন তিনি।
তার পর আর ফিরে তাকাতে হয়নি। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেল। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন সুনীল ছেত্রী। বাইচুং ভুটিয়ার পর তিনি দ্বিতীয় ভারতীয় ফুটবলার যিনি ১৫ বছর জাতীয় দলের হয়ে খেললেন।
১৫ বছরে দেশের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী। গোল করেছেন ৭২ টি।
২০০৭, ২০০৯, ২০১২ সালে নেহেরু কাপ জিতেছেন সুনীল ছেত্রী। জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপও।
২০১১ সালে অর্জুন পুরস্কার আর ২০১৯ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন সুনীল ছেত্রী।