CAA ইস্যু-তে মুখ খুললেন গাওয়াস্কার, অস্থির পরিস্থিতি সামলাতে পড়ুয়াদের দিলেন পরামর্শ

Sun, 12 Jan 2020-2:42 pm,

নাগরিক সংশোধনী আইন নিয়ে এবার মুখ খুললেন সুনীল গাওয়াস্কর। একইসঙ্গে দেশের এমন পরিস্থিতিতে সঠিক পথে থাকতে ছাত্র-ছাত্রীদের দিলেন পরামর্শ। 

দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রী স্মারক বক্তৃতায় গাওয়াস্কার বলেন, ''পড়ুয়াদের আমি একটাই কথা বলব। তোমরা ক্লাসে যাও। পড়াশোনায় মন দাও। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার জন্য ভর্তি হয়। তাই সেখানে পড়াশোনা করাটাই একমাত্র কর্তব্য।''

নাগরিক সংশোধনী আইন নিয়ে সারা দেশে বিক্ষোভ চলছে। যুবসমাজের একাংশ এই আইন মানতে নারাজ। তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। সংঙ্ঘর্ষ আহতও হয়েছেন বেশ কিছু ছাত্র-ছাত্রী। জামিয়া-মিলিয়া, জেএনইউ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সম্মিলিতভাবে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। 

গাওয়াস্কার এদিন বলেন, ''অনেক ছাত্র-ছাত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করছে। অনেকেই আহত হয়েছে। তবে প্রচুর ছাত্র-ছাত্রী এখনও ক্লাসরুমে পড়াশোনা করছে। বহু ছাত্র-ছাত্রী নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত। তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। দেশের এই অস্থির পরিস্থিতিতে আমাদের একসঙ্গে থাকতে হবে। তা হলেই আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।''

এনআরসি ইস্যু নিয়ে এর আগে মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ। তিনি সিএএ-র প্রতি সমর্থন জানিয়েছেন। বিরাট কোহলি অবশ্য এনআরসি, সিএএ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তবে সানি গাওয়াস্কার নিজের মনের কথা প্রকাশ করেছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link