পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমি একটামাত্র প্রশ্ন করতে চাই, বলছেন গাওয়াস্কার
পুলওয়ামা হামলার পর থেকে দেশজুড়ে উত্তপ্ত পরিবেশ। দিকে দিকে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে ভারতবাসী। এমন উত্তাল পরিস্থিতিতে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাওয়াস্কার কিন্তু ম্যাচ খেলার পক্ষে। তিনি বলছেন, ম্যাচটা না হলে আখেরে পাকিস্তানেরই লাভ। ওরা দুই পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু ওদের হারাতে পারলে দিনের শেষে আমাদেরই লাভ। আমরা ওদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারব।
গাওয়াস্কার অবশ্য দেশের সরকারের সিদ্ধান্তকে সম্মান দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে দেশের সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। সরকার যেটা ভাল বোঝে করবে।
একইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তিনি একখানা প্রশ্ন করতে চান। গাওয়াস্কার বলছিলেন, আমার সঙ্গে ইমরানকে সরাসরি কথা বলতে দেওয়া হোক। ইমরান খানকে আমি বন্ধু হিসাবেই মনে করে এসেছি।
গাওয়াস্কার বললেন, আমি ইমরানের কাছে জানতে চাই, ও নতুন পাকিস্তান গড়বে কবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই ইমরান বলে এসেছে, ও নতুন পাকিস্তান গড়বে। সেই নতুন পাকিস্তান গড়ার জন্য ও কী কোনও পদক্ষেপ নেওয়া শুরু করেছে! শুধু এটাই আমি ওর কাছে জানতে চাইব।