Sunny Deol Wife: লন্ডনে বিয়ে করে অস্বীকার সানির, আজীবন কেন লাইমলাইট থেকে দূরে তারকাপত্নী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বিয়ে করলেন সানি দেওলের ছেলে করণ দেওল। এই বিয়েতে যিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন, তিনি হলেন সানি দেওলের স্ত্রী পূজা দেওল।
পূজার মতোই লাইমলাইটে দেখা যায় না ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। নাতির বিয়েতে একফ্রেমে ধরা দিলেন দুজনে।
পূজার আসল নাম লিন্ডা দেওল। লন্ডনেই তাঁর জন্ম, সেখানেই বেড়ে ওঠা। তাঁর বাবা ভারতীয় ও মা ব্রিটিশ। ১৯৮৩ সালে বেতাব ছবিতে অমৃতা সিংয়ের বিপরীতে ডেবিউ করেন সানি দেওল। এর পরের বছরই ১৯৮৪ সালে লন্ডনে চুপিসারে বিয়ে করেন সানি।
একটি ফিল্ম ম্যাগাজিনে তাঁর বিয়ের খবর প্রকাশ হওয়ায় স্ত্রীর কথা অস্বীকার করেন অভিনেতা। এরপরেই সানির বিয়ে নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এমনকী শোনা যায় বিচ্ছেদের খবর।
১৯৯০ সালে প্রথম সন্তান করণের জন্ম দেন পূজা, এরপর তাঁদের দ্বিতীয় সন্তান রাজবীর জন্মগ্রহণ করেন। এরই মাঝে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নাম জড়ায় সানির। এতকিছুর মাঝে লাইমলাইট থেকে দূরে লন্ডনেই থেকে যান পূজা।
পেশায় তিনি একজন লেখক। ‘আমলা পাগলা দিওয়ানা’ যে ছবিতে একসঙ্গে দেখা যায় ধর্মেন্দ্র, সানি ও ববিকে, সেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।
তবে লাইমলাইটে ও ক্যামেরায় ঘোর আপত্তি পূজার। তাই সানির পাশে কখনই ফ্রেমবন্দি হতে দেখা যায় না তাঁকে। তবে ছেলের বিয়েতে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেছে পূজা ও সানিকে।