নিশাকে বাড়িতে এনেছিলেন এই দিনেই, বিশেষ দিনটি সেলিব্রেট করলেন সানি লিওন

Thu, 16 Jul 2020-2:55 pm,

তিন বছর আগে এই দিনেই মেয়ে নিশা কৌর ওয়েবারকে দত্তক নিয়েছিলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার। 

 

(ছবি- ইনস্টাগ্রাম)

নিশাকে দত্তক নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে লস অ্যাঞ্জেলেস-এর বাড়িতেই পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলেন সানি।

 

(ছবি- ইনস্টাগ্রাম)

সেলিব্রেশনের নানান মুহূর্ত নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেছেন সানি।

 

(ছবি- ইনস্টাগ্রাম)

ছোট্ট নিশার উদ্দেশ্যে সানি লিখেছেন, ''তিন বছর আগে এই দিনেই তুমি তোমার বাবা-মাকে বেছে নিয়েছিলে। তুমি বিশ্বাস রেখেছিলে, আমরা তোমার যত্ন নিতে পারবো। তুমি দেখিয়েছিলে, সত্যিকার ভালোবাসা কাকে বলে।''

 

(ছবি- ইনস্টাগ্রাম)

সানি আরও লিখেছেন, ''আমি জানি তুমি আমার মেয়ে। আজ যখন আমি তোমার দিকে তাকাই, তখন স্পষ্ট দেখতে পারে তুমি ভবিষ্যতে স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল হয়ে উঠবে।''

 

 

(ছবি- ইনস্টাগ্রাম)

নিশার উদ্দেশ্যে সানি লিখেছেন, ''আমি জানি, এবছরের পরে তোমার অনেক প্রশ্ন থাকবে। তবে আমি তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে থাকবো, যাতে তুমি প্রতিটি প্রশ্নের উত্তর পাও।''

 

(ছবি- ইনস্টাগ্রাম)

সানি লিখেছেন, ''আমি তোমায় অনেক ভালোবাসি নিশা। তোমাকে এই বাড়িতে আসার জন্য এই বিশেষ দিনের শুভেচ্ছা রইল।''

 

(ছবি- ইনস্টাগ্রাম)

 

 

সানি নিশার উদ্দেশ্যে আরও লিখেছেন, ''তুমি এসে আমাদের জীবনকে আলোকিত করেছো। আর আমাদের সমস্ত আনন্দের কারণ হয়ে উঠেছ।''

 

(ছবি- ইনস্টাগ্রাম)

প্রসঙ্গত, ২০১৮ সালে মহারাষ্ট্রে লাতুরের একটি অনাথ আশ্রম থেকে ২১ মাসের শিশুকন্যাকে দত্তক নেন সানি। মেয়ের নাম রাখেন নিশা কৌর ওয়েবার।

 

(ছবি- ইনস্টাগ্রাম)

নিশাকে দত্তক নেওয়ার পর থেকে তাঁকে নিজেদের মতো করে যত্নে আদরে তাঁকে বড় করে তুলছেন সানি ও ড্যানিয়েল। প্রত্যেক বছর নিশার জন্মদিন যেমন তাঁরা সেলিব্রেট করেন, তেমনই নিশাকে দত্তক নেওয়ার দিনও তাঁরা উদযাপন করেন।

 

(ছবি- ইনস্টাগ্রাম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link