শাস্তি তুলল সুপ্রিম কোর্ট, শ্রীসন্থ ফিরে পেতে পারেন ক্রিকেট জীবন
প্রাক্তন পেসার এস শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত শ্রীসন্থ। ২০১৩ আইপিএল ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর।
তবে শাস্তি শ্রীসন্থের হচ্ছেই। সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে, তাঁর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়া হবে। কিন্তু বিসিসিআই শ্রীসন্থের শাস্তি নির্ধারন করবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটিকে তিন মাসের মধ্যে শ্রীসন্থের শাস্তি নির্ধারন করতে বলেছে সুপ্রিম কোর্ট।
কয়েক দিন আগে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়ে কেরল হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন শ্রীসন্থ। কিন্তু আদালত বোর্ডের দেওয়া আজীবন নির্বাসনের সিদ্ধান্ত বহাল রাখে। এর পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন শ্রীসন্থ।
বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেফকে নিয়ে গড়া বেঞ্চ জানায়, শ্রীসন্থের উপর আজীবন নির্বাসনের খাঁড়া বাড়াবাড়ি রকমের শাস্তি। শ্রীসন্থকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্যও বোর্ডকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে, দিল্লি হাইকোর্টে শ্রীসন্থের নামে একটি ফৌজদারি মামলা চলছে। সেটি চলবে বলে জানা গিয়েছে। এবং সেই মামলা সুপ্রিম কোর্টের এই রায়ে কোনও প্রভাব ফেলবে না।