Charles Sobhraj: সাবধান সুন্দরীরা! কুখ্যাত `বিকিনি কিলার` এবার জেলের বাইরে...
নেপালের জেলে বন্দি ছিলেন চার্লস শোভরাজ। সদ্য নেপাল সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তি দিল।
কেন মুক্তি মিলল শোভরাজের? সুপ্রিম কোর্ট মনে করছে, যথেষ্ট বয়স হয়েছে শোভরাজের। বয়সজনিত নানা সমস্যায় জর্জরিত তিনি।
শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট ১৫ দিনের মধ্যে শোভরাজের প্রত্যর্পণেরও নির্দেশ দিয়েছে।
কেন তাঁকে বিকিনি কিলার বলা হয়? কারণ, যাঁরা যাঁরা তাঁর শিকার, মানে, তাঁর হাতে মরেছে, তাঁদের সকলকেই বিকিনি পরিহিতা অবস্থায় দেখা গিয়েছে!
মূলত এশিয়ায় বেড়াতে আসা পশ্চিমি দেশের সুন্দরীরাই তাঁর শিকার হত। প্রথমে ড্রাগ খাওয়ানো পরে খুন-- এই ছিল শোভরাজের খুনের মোডাস অপারেন্ডি।
১৯৭২ থেকে ৭৬-- এই সময় পর্বে অন্ধকার জগৎ দাপিয়ে বেড়িয়েছেন শোভরাজ। মোটামুটি মনে করা হয়, অন্তত ১৫-২০ জন তাঁর হাতে খুন হয়েছে।