সুর সম্রাজ্ঞী লতার ৯১ তম জন্মদিন, রইল নস্টালজিক সেরা ১০ বাছাই গান
নিজস্ব প্রতিবেদন: আজ সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯১ তম জন্মদিন। ১৯২৯, ২৮ সেপ্টেম্বর জন্ম হয় তাঁর। জানা যায়, সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকরকে বাংলা গানের জগতে এনেছিলেন আর এক কিংবদন্তী হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর সুরের মূর্ছনায় আজও বিভোর হয় তামাম দুনিয়া। তাঁর প্রতিভায় সামনে মাথা নোয়ায় সময়ের গণ্ডি ৷ আট থেকে আশি সকলের কাছেই সমান জনপ্রিয় গায়িকা তিনি। দশকের পর দশক ধরে তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে শ্রোতাদের। আজ তাঁর জন্মদিন। দিনের শেষে তাঁর সুরেলা কন্ঠের কয়েকটা কালজয়ী গান রইল পাঠকদের জন্য।