Surekha Yadav | Vande Bharat: এশিয়ায় প্রথম! `বন্দে ভারতে`র সঙ্গেও নিজের নাম জড়িয়ে ইতিহাস হলেন সুরেখা...

Soumitra Sen Tue, 14 Mar 2023-4:24 pm,

সুরেখা সেমি হাই স্পিড গোত্রের বন্দে ভারত ট্রেনটি সোলাপুর থেকে চালিয়ে পৌঁছন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে।

সুরেখা যাদব ছিলেন ভারতের ফার্স্ট ফিমেল ড্রাইভার। সেটা ১৯৯৮ সাল। পশ্চিম মহারাষ্ট্র রিজিয়নের সাতারা থেকে। এ জন্য তিনি নিজের রাজ্য থেকে তো বটেই জাতীয় স্তরেও বহু সম্মানে ভূষিত হয়েছেন। 

৪৫০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করার পর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের ৮ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। 

তাঁর ঝুলিতে বিশিষ্ট সব ট্রেন চালানোর কৃতিত্ব রয়েছে। ৮ মার্চ নারী দিবসের দিনে তিনি প্রেস্টিজিয়াস মুম্বই-পুণে ডেকান কুইন এক্সপ্রেস অপারেট করেন। 

শুধু ওই ট্রেনটিই নয়, তিনি এদিন চালিয়েছেন সিএসএমটি-কল্যাণ লেডিজ লোকাল ট্রেনও। তাঁর সঙ্গে ওই ট্রেন সেদিন অন্য মহিলা ক্রিউরাও ছিলেন। 

তাঁর এই অ্যাচিভমেন্টের জন্য সুরেখা যাদবকে ধন্যবাদ জানান স্বয়ং অশ্বিনী বৈষ্ণব। তিনি একটি ট্যুইটে লেখেন-- নারীশক্তি চালিত বন্দে ভারত। শ্রীমতী সুরেখা যাদব, বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link