খুন হয়েছে কাছের মানুষ, তাই আইপিএল ছেড়ে দেশে ফিরতে হল রায়নাকে! সামনে এল আসল কারণ
চেন্নাই শিবিরে একের পর এক খারাপ খবর আছড়ে পড়ছে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফসমেত এখনও পর্যন্দ দলের মোট ১১ জন করোনা পজিটিভ হয়েছেন। এরই মধ্যে দলের অন্যতম অলরাউন্ডার সুরেশ রায়না গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।
কেন রায়না ছিটকে গেলেন! তা নিয়ে ফ্র্যাঞ্চাইজির তরপে স্পষ্ট কিছু জানানো হয়নি। স্রেফ বলা হয়েছিল, ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরতে হয়েছে রায়নাকে।
সূত্রের খবর, পাঞ্জাবে রায়নার পিসেমশাই থাকতেন। তাঁকে কেউ বা কারা খুন করেছে। সেই পিশেমশাইকে নিজের বাবার মতোই ভালবাসতেন রায়না। তাই এমন একটা খারাপ খবরে তিনি ভেঙে পড়েছেন।
রায়নার পরিবারের সদস্যদের মানসিক অবস্থাও ভাল নেই। তাই এই সময় তিনি পরিবারের লোকজনের পাশে থাকতে দেশে ফিরেছেন। তবে তাঁর আর দুবাই ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।
সাত-দশদিন পর দুবাইতে গেলে ফের রায়নাকে বাধ্যতামূলকভাবে সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার পর তাঁর পাঁচবার করোনা টেস্ট হবে। ফলে টুর্নামেন্ট ততদিনে অনেক দূর গড়িয়ে যাবে। তা ছাড়া চেন্নাই ম্যানেজমেন্ট মনে করছে, পিসেমশাইয়ের খুন হওয়ার ঘটনায় রায়না মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি এবার আর ১০০ শতাংশ দিতে পারবেন না।