সার্জিক্যাল স্ট্রাইক দিবস উপলক্ষে সেনাকে শ্রদ্ধার্ঘ, জওয়ানদের পাশে গোটা দেশ
সার্জিক্যাল স্ট্রাইক দিবস উপলক্ষে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রের প্রদর্শনীতে ভিড় জমালেন স্কুল ছাত্রীরা। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনাবাহিনী। দেশের বিভিন্নপ্রান্তে সার্জিক্যাল দিবস উদযাপন করে সেনার পাশে গোটা দেশ।
সেকেন্দ্রবাদের পোলো গ্রাউন্ডে ১০৫/৩৭ এমএম আইএফজি ফিল্ড গান দেখছে এক ছাত্রী।
৭.৬২ এমএম মেশিন গান কীভাবে চালাতে হয়, দেখাচ্ছেন এক জওয়ান।
এমপি৯ মেশিন পিস্তল হাত এক ছাত্র।
আগরতলায় পরাক্রম পর্বের প্রদর্শনীতে সেনাবাহিনীর অস্ত্র হাতে ভারতের মেয়ে।
জবলপুরে সেনার মহড়া।