`লাল ঝান্ডার পার্টিতে জায়গা নেই`, রাম-বাম জোট প্রসঙ্গে বিস্ফোরক সূর্যকান্তের কড়া বার্তা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাম-বাম জোট নিয়ে কড়া বার্তা সূর্যকান্ত মিশ্রর। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক। রবিবার দিঘায় ছিল সিপিআইএম-এর কাঁথি মহকুমা সম্মেলন। সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়েই বিস্ফোরক সূর্যকান্ত মিশ্র।
তিনি বললেন, কেউ যদি মনে করেন বিজেপিতে গিয়ে তৃণমূলকে রোখা যাবে, আবার কেউ যদি মনে করেন, তৃণমূলে গিয়ে বিজেপিকে হঠানো যাবে, এমনটা কিন্তু নয়। এমন কেউ থাকলে লাল ঝান্ডার পার্টিতে তার জায়গা নেই। জায়গা থাকবে না।
প্রসঙ্গত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুরে সমবায় সমিনি নির্বাচন ঘিরে রাম-বাম জোট নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, নিচু তলায় জোট করিয়ে সমবায় সমিতিতে প্রতিনিধি নির্বাচন করিয়েছেন।
সূর্যকান্ত মিশ্রের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন পালটা কটাক্ষ করেন, 'লাল ঝান্ডার পার্টিটার বাংলাতেই কোনও জায়গা নেই! বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই তাদের শূন্য করে দিয়েছে। তাদের মুখ ও মুখোশ, দুটোই আছে।'
বলেন, 'শুভেন্দু অধিকারী নিজ মুখে স্বীকার করেছেন যে, সিপিআইএম-এর ভোটে তিনি জিতেছেন। কোনও কোনও সমবায় সমিতিতে রাম-বাম জোট করে ভোট হচ্ছে! রামের ভোটকে হাতিয়ার করে তারা রাজনীতিতে ভেসে থাকতে চাইছে। অন্যদিকে বামের ভোটকে হাতিয়ার করে তারা জিততে চাইছে। কিন্তু মনে রাখতে হবে, শূন্যের হাত ধরলে সেটা শূন্য-ই হয়!'
অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, একসময় যাঁরা বামেদের ভোট দিতেন, তাঁরা তৃণমূলকে ভোট দিয়েছিলেন বলেই পালাবদল হয়েছিল। তাঁরাই আবার এখন বিজেপিকে ভোট দিচ্ছেন পরিবর্তনের আশায়। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, এমন অনেক বামকর্মী আছে, দলের প্রতি যাদের আনুগত্য প্রশ্নাতীত।