সিগারেটের মধ্যে গাঁজা ভরে নেশা করতেন সুশান্ত, দাবি পরিচারকের
গাঁজার নেশা করতেন সুশান্ত সিং রাজপুত। জিজ্ঞাসাবাদের সময় এমনই দাবি করলেন প্রয়াত অভিনেতার পরিচারক নীরজ সিং
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় জিজ্ঞাসাবাদের সময় নীরজ দাবি করেন, সিগারেটের মধ্যে গাঁজা ভরে নেশা করতেন সুশান্ত। তিনি নিজেই বেশ কয়েকবার সিগারেটের মধ্যে গাঁজা ভরে সুশান্তকে দিয়েছেন
নীরজের দাবি, ১৪ জুন সুশান্তের মৃত্যুর আগে তিনি তাঁকে সিগারেটের মধ্যে গাঁজা ভরে দিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর তিনি যখন প্রয়াত অভিনেতার ঘরের সেই বাক্স খোলেন, সেটি ফাঁকা দেখতে পান। ওই বাক্সে কোনও সিগারেট আর অবশিষ্ট ছিল না বলেও দাবি করেন নীরজ
২০১৯ সাল থেকে সুশান্তের বাড়িতে তিনি কাজ শুরু করেন। ঘর পরিষ্কার থেকে অভিনেতার খাবারের দিকে নজর রাখা, সবকিছুই তিনি করতেন বলে জানান নীরজ । যদিও কাজ শুরুর কয়েকদিনে মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে, চাকরি ছেড়ে দেন। এরপর ২০১৯ সালের মে মাসে প্রয়াচ অভিনেতার হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা তাঁকে ফোন করে ফের কাজে যোগ দেওয়ার কথা বলেন।
ব্যান্দ্রার কেপরি হাইটসের বাড়ি থেকে সুশান্ত যখন চার্টার রোডের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চলে আসেন, তখন থেকে সব পালটে যেতে শুরু করে বলে দাবি করেন নীরজ। ওই সময় সিদ্ধার্থ পিটানি এবং রিয়া চক্রবর্তীর নির্দেশেই তাঁরা চলতেন এবং কাজ করতেন বলেও দাবি করেন নীরজ সিং নামে সুশান্তের ওই পরিচারক