সুশান্ত মামলায় শুরু হচ্ছে সিবিআই তদন্ত, অভিনেতার ব্যান্দ্রার ফ্ল্যাটে যাবেন তদন্তকারীরা
বুধবার শীর্ষ আদালত রায় দেওয়ার পর বৃহস্পতিবার থেকেই সুশান্তের মৃত্যুর মামলায় তদন্ত শুরু করছে সিবিআই
বৃহস্পতিবার প্রথমে মুম্বইয়ের সিবিআই অফিসে যাবেন তদন্তকারী অফিসাররা। এরপর সেখান থেকে মুম্বই পুলিসের কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করবেন তাঁরা
মুম্বই পুলিসের কাছ থেকে সুশান্তের বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস সংগ্রহ করবেন আধিকারিকরা (প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর মামলায় এখনও পর্যন্ত ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিস)
এরপর হাসপাতাল থেকে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টও সংগ্রহ করা হবে
সুশান্ত সিং রাজপুতের ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটেও হাজির হবেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সেখানকার সমস্ত জিনিসপত্র খুটিয়ে দেখা হবে বলে খবর। পাশাপাশি সুশান্তের মৃত্যুর দিন তাঁর ফ্ল্যাটে যাঁরা হাজির ছিলেন, তাঁদের সঙ্গেও তদন্তকারী অফিসাররা দেখা করবেন বলে খবর