মুম্বই পুলিসের ডিসিপি অভিষেক ত্রিমুখির সঙ্গে ৫বার কথা রিয়ার! প্রকাশ্যে রিপোর্ট
শুক্রবার প্রকাশ্য আসে রিয়া চক্রবর্তীর কল রেকর্ড। সিডিআই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিস্ফোরক দাবি করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম
য়েখানে দাবি করা হয়, সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে কথা হয় মুম্বই পুলিসের পদস্থ আধিকারিক অভিষেক ত্রিমুখির
এক তরফা কল নয়, মুম্বই পুলিসের ওই পদস্থ আধিকারিক ২ বার ফোন করেন রিয়াকে। অভিনেত্রীও তাঁকে ২ বার ফোন করে। এবং তাঁদের মধ্যে ১বার মেসেজের আদান প্রদান হয়। যে তথ্য প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়
সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে একবার ব্যান্দ্রা থানায় দেখা যায় রিয়া চক্রবর্তীকে। সুসান্তের মৃত্যুর পর ৪০ দিনের বেশি অতিক্রান্ত হয়ে গলেও কেন রিয়াকে দ্বিতীয়বার মুম্বই পুলিস জিজ্ঞাসাবাদ করল না! উঠছে এমন প্রশ্ন
এমনকী, জিজ্ঞাসাবাদের বাইরে সুশান্ত মামলার অন্যতম অভিযুক্ত রিয়ার কী কথা থাকতে পারে অভিষেক ত্রিমুখির! এমন প্রশনও উঠছে। যদিও মুম্বই পুলিসের তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং দাবি সম্প্রতি দাবি করেন, মুম্বই পুলিসের কোনও প্রভাবশালী ব্যক্তি রিয়ার সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে তাঁকে বিভিন্ন ধরনের খবর দিচ্ছেন।