শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে, দাবি আইনজীবী বিকাশ সিংয়ের
শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে। এবার এমনই দাবি করলেন প্রয়াত অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং
সুশান্তের মৃত্যুর পর প্রথমে যে ছবি ভাইরাল হয়, তা বিকৃত করার পরই ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন বিকাশ সিং। সুশান্তের মৃত্যুর পর যে ছবি ছড়িয়ে পড়ে, তা ব্যক্তিগতভাবে নিজের পরিচিত এক ফরেন্সিক বিশেষজ্ঞকে পাঠিয়েছিলেন। সেখান থেকেই তিনি জানতে পারেন যে মৃত্যুর পর সুশান্তের বিকৃত ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে
সুশান্তের মৃত্যুর পর তাঁর দিদি মিতু সিং যে ছবি তুলেছিলেন, তা পরীক্ষা করে দেখার পরই জানা গিয়েছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে অভিনেতাকে। এমনই দাবি করেন বিকাশ সিং। পাশাপাশি তিনি আরও দাবি করেন, সুশান্তের গলায় যে দাগ রয়েছে, তা শ্বাসরোধ করার ফলেই সৃষ্টি হয়েছে । ফলে সুশান্ত যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেননি, তা ওই দাগ থেকেই স্পষ্ট বলে মনে করেন বিকাশ সিং
সুশান্তের ময়নাতদন্তের সময় তাঁর মৃতদেহের ৭০টি ছবি তোলা হয়েছে। অথচ ময়নাতদন্তের রিপোর্ট প্রচুর ফাঁকফোকর রয়েছে বলে দাবি করেন কে কে সিংয়ের আইনজীবী
শুধু তাই নয়, ১৪ জুন সকালে সুশান্ত জুস খেয়েছিলেন বলে তাঁর বাড়ির কর্মীরা যে দাবি করেন, তা সত্যি নয়। কারণ সুশান্তের পাকস্থলিতে জুসের কোনও তরল রয়েছে, এমন প্রমাণ মেলেনি বলেও দাবি করেন বিকাশ সিং