পেট্রোল-ডিজেল আসতে চলেছে জিএসটি-র আওতায়: সুশীল মোদী
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের নিশানায় মোদী সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে পেট্রোপণ্যের বর্ধিত মূল্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। এই প্রেক্ষিতেই বড় ইঙ্গিত দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।
বিহারের উপমুখ্যমন্ত্রী তথা জিএসটি সংক্রান্ত মন্ত্রিসভার চেয়ারপার্সন সুশীল মোদী বলেন, জিএসটির আওতায় আসতে চলেছে পেট্রোল-ডিজেল। কবে থেকে চালু হবে, সেই তারিখ পরে জানানো হবে।
তিনি আরও জানান, ২৮ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক। তবে ওই বৈঠকে পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনা নিয়ে কোনও আলোচনা হবে না।
একটি সংবাদমাধ্যমের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজস্ব বাড়ানোর দিকে নজর দিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। জিএসটির আওতায় আসলে পেট্রোল-ডিজেলের দাম কম হবে বলে ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের।
রাজ্য ও কেন্দ্র মিলে পেট্রোল-ডিজেলের উপরে ৫০ শতাংশ কর নেয়।