পেট্রোল-ডিজেলের চেয়ে সাশ্রয়, ইলেকট্রিক গাড়িতে একবার চার্জেই দৌড়বে ৩০০ কিমি

Wed, 29 May 2019-10:17 pm,

নিজস্ব প্রতিবেদন: ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে ভারতে। বাজার ধরতে এদেশে তাদের প্রথম ইলেকট্রিক বাহন আনছে দক্ষিণ কোরিয়ার সংস্থা হুন্ডাই। 

জুলাইয়ে ভারতীয় বাজারে আসছে হুন্ডাইয়ের ইলেকট্রিকচালিত SUV 'Kona'। 

অটোমোবাইল শোতে দেখা গিয়েছিল হুন্ডাই 'কোনা'কে। ইলেকট্রিক মোটরের ক্ষমতা ১৩১ বিএটপি। ৩৫৯ নিউটন মিটারের টর্ক জেনারেট করে ইঞ্জিন।

জানা গিয়েছে, একবার ফুল চার্জ দিলে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলে গাড়ি। ফলে পেট্রোল-ডিজেলের খরচের চেয়ে সাশ্রয় হবে বলে দাবি হুন্ডাইয়ের।  

 

গাড়িতে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় চাকা, ডিজিটাল ড্যাশবোর্ড, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ও অটোমেটিক আপত্কালীন ব্রেক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link