BJP-তে Suvendu Adhikari, Amit Shah এর সভায় পদ্মশিবিরে মেগা যোগদান
নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের (Amit Shah) মেগা সভায় পদ্মশিবিরে যোগ দিলেন শুভেন্দু অধিকারী।
অমিত শাহের (Amit Shah) হাত থেকে পদ্মশিবিরের পতাকা তুলে নিলেন তিনি। তাঁর সঙ্গেই বিজেপিতে (BJP) যোগ দিলেন বিধায়ক-সাংসদ সহ ১০ জন হেভিওয়েট।
তাঁর সঙ্গেই বিজেপিতে (BJP) যোগ দিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Datta), পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় (Sudip Kumar Mukherjee), হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (Tapasi Mondal), তমলুকের বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda), কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি (Banasree Maity), কালনার বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডু (Biswajit Kundu), মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা (Saikat Panja), নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা (Sukra Munda), গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস (Dipali Biswas) সহ পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) প্রমুখ।
সেইসঙ্গে যোগ দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখার্জি, কার্তিক পাল, দেবাশিস মজুমদার বাণী সিং রায়, ফিরোজ খান প্রমুখ।
তৃণমূলের সঙ্গে একুশ বছরের সম্পর্ক ছিন্ন করে এদিন বিজেপিতে (BJP) যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বিজেপিতে যোগদানের আগে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি দীর্ঘ ৭ পাতার চিঠিও লেখেন তিনি।