`সবসময় পাশে আছি`, মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মদক্ষের স্মরণসভায় আশ্বাস শুভেন্দুর
নিজস্ব প্রতিবেদন : রাজনৈতিক চাপানউতোর ও একাধিক জল্পনার অবসান ঘটিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মদক্ষের স্মরণসভায় হাজির হলেন শুভেন্দু অধিকারী।
খরগ্রাম থানার মারগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত এই স্মরণসভায় শুভেন্দু অধিকারীর থাকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে।
শেষমেষ সভাস্থলের স্থান পরিবর্তন করা হয়। রাজনৈতিক সভা আখ্যা না দিলেও শুভেন্দু অধিকারীর আজকের সভা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ও একাধিক কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের সদস্যরা হাজির ছিলেন সভায়।
একইসঙ্গে কান্দি মহকুমার একাধিক তৃণমূলের নেতা ও কর্মীরাও হাজির ছিলেন। শুভেন্দু অধিকারীর একাধিক অনুগামীকেও এদিনের সভাস্থলে হাজির থাকতে দেখা যায়।
সভায় শুভেন্দু অধিকারী কর্মীদের উদ্দেশে বলেন, "গত ৫ বছর ধরে আমি মুর্শিদাবাদ জেলায় আসছি। তাই যে কোনও রকমের সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের কাছে আসব। আপনারা নিশ্চিন্তে থাকুন।"
"২০০৯ সাল থেকে আমি মুর্শিদাবাদ জেলায় আসছি। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি। শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও আপনাদের পাশে থেকেছি। আগামীদিনেও থাকব।"