International Women`s Day: হৃদয়ের কাছের `মাসি ও পুতুলদি`কে শুভেচ্ছা Swastika-র
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে তাঁর হৃদয়ের কাছের দুই নারী 'মাসি আর পুতুলদি'কে শুভেচ্ছা জানাতে ভুললেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। সারা বছর, প্রতিটা দিন এই দুইজনকে ছাড়া চলে না অভিনেত্রীর। নারী দিবসে তাই তাঁদের বিশেষ শুভেচ্ছা, শ্রদ্ধা প্রাপ্য বইকি।
নারী দিবসে, লম্বা একটি পোস্টে তাঁর জীবনে 'মাসি আর পুতুলদি'-র প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ''মাসি, দুটো রুটি দাও তো, পুতুলদি, কাল একটু ঢ্যাঁড়স সেদ্ধটা করে দিও সকালে। মাসি, আমার গোলাপি ব্লাউজটা কোথায় রেখেছো, খুঁজে পাচ্ছি না। পুতুলদি, বৃষ্টি হচ্ছে... খিচুড়ি করবে গো? সোজা পথে হোঁচট না খেয়ে এগোনোর জন্য নিজের ডানদিক বামদিকটা ঠিক থাকাটা ভীষণ জরুরি। আমার ডানদিকে মাসি, বামে পুতুলদি।''
স্বস্তিকা আরও লিখেছেন, ''তুলোয় করে রাখে আমায়, আমার মেয়ে আর ফুলকি কে। দিনের হাজার একটা চিন্তা মানি ট্রান্সফারের মত ওদের ঘাড়ে ফেলে দি। ঝগড়া হয়, গজগজ করে... তাও জানি দিনের শেষে মুখের সামনে ভাত ডালটা আদরের ঘি চপচপে চামচে ওরাই এগিয়ে দেবে।''
মা গোপা মুখোপাধ্যায়কে বহু আগেই হারিয়েছেন স্বস্তিকা। গতবছর বাবা সন্তু মুখোপাধ্যায়ও তাঁকে ছেড়ে চলে যান। মা-বাবার অনুপস্থিতিতে এই 'মাসি ও পুতুলদি'ই তাঁকে আগলে রাখেন। তাই অভিনেত্রীর কথায়, ''মা বাবা ফাঁকি দিয়ে চলে যাওয়ার পর স্বস্তিকাকে বকাঝকা করার মানুষ বোধহয় এই দুজনই। মাঝেমাঝে ইচ্ছে করে ভুল করি বকাটুকু খাবো বলে। ওটাই ওদের মেনুর সেরা ডিশ। নারী দিবসে গাল ভরা কথা লিখতে পারবো না। তবে এই দুজনের কথা বলতেই পারি যারা আমার চোখে extraordi-নারী!''
সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানেই এই তাঁর কাছের 'মাসি ও পুতুলদি'র সঙ্গে এই ছবিগুলি তুলেছিলেন অভিনেত্রী।