তার থেকে এখন যেন দূরেই থাকে সবাই, পাপারাৎজিদের ভেংচি কেটে বলল তৈমুর?
ছোট থেকে সে যেন সুপারস্টার, ছোট্ট নবাব যখন যেখানে যায়, সেখানেই পৌঁছে যায় ক্যামেরা।
বৃহস্পতিবারও তৈমুরকে দেখে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে পাপারাৎজির ক্যামেরা।
এদিকে এদিন মুখের সামনে ক্যামেরা দেখে পাপারাৎজিদের ভেংচি কাটতে শুরু করে ছোট্ট তৈমুর।
ছোট্ট নবাবের ভাবখানা এমন, যেন তার থেকে যেন দূরেই থাকে সবাই।
ছোট্ট তৈমুরের খামখেয়ালি কাণ্ডকারখানা দেখে হেসে ফেলেন পাপারাৎজি। যদিও তৈমুরের সঙ্গে পাপারাৎজিদের ভীষণই ভাব।