তৈমুরের হাতে রাখি বাঁধল ইনায়া, দেখুন সেই ছবি
রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রবিবার সকাল সকাল পুজো দিয়ে ভাই ইব্রাহিমের হাতে রাখি পরিয়েছেন সইফ-অমৃতা কন্যা সারা আলি খান। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সারা।
ইব্রাহিমকে রাখি পরানোর পরই ভাইকে নিয়েই সারা সোজা গিয়ে হাজির হয়েছিলেন বাবা সইফ আলি খানের বাড়িতে। সেখানেও ছিল রাখি পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান। এদিন এক ফ্রেমে দেখা গেল সইফ, সোহা, ইব্রাহিম, ইনায়া, সারা ও তৈমুরকে।
তৈমুরকে রাখি পরান সারাও।
এদিন তৈমুর ও ইনায়াকে নিয়ে ব্যস্ত ছিলেন সারা ও ইব্রাহিম।
এদিন তৈমুরকে নিয়ে সারাক্ষণ খেলতে দেখা যায় সারাকে।
এদিন সইফ আলি খানের হাতে রাখি বাঁধেন সোহা আলি খান।
শুধু রাখি পরানোই নয়স দাদা সইফের জন্য বিশেষ উপহারও নিয়ে এসেছিলেন সোহা।
এদিন সারা ছাড়াও ইব্রাহিমের হাতে রাখি পরায় সোহা ও কুণাল কন্যা ইনায়া।
এদিন দাদা তৈমুরের হাতে রাখি পরাতে দেখা গেল ইনায়া নওমী খেমুকে।
রাখি পরানোর পর বেশকিছুক্ষণ দাদা তৈমুরের সঙ্গে খেলতেও দেখা গেল ইনায়াকে। তৈমুরের চোখের কাছে আঙুল নিয়ে গিয়ে কী যেন একটা করার চেষ্টায় ছিল সোহা কন্যা।
বর্তমানে তৈমুরের বয়স দেড় বছরের কিছু বেশি আর ইনায়ার বয়স ১১ মাস।
এদিকে ইনায়া ছাড়াও রবিবার সকালে রাখি পরতে মাসি করিশ্মার বাড়িতেও হাজির হয়েছিল তৈমুর। তাঁকে সেখানে নিয়ে গিয়েছিলেন সইফ নিজেই।
সেখানেও তাকে রাখি পরায় করিশ্মার মেয়ে সামাইরা। তৈমুরকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেল করিশ্মার ছেলে কিয়ানকেও।
রাখি বন্ধন উপলক্ষ্যে ভাই সইফের জন্য সোশ্যাল সাইটে বিশেষ পোস্টও করেছেন সোহা। লিখেছেন, লিখেছেন সইফ ও তাঁর ভাই বোনের সম্পর্ক ভীষণ মজবুত। আর এ সম্পর্ক কখনও ভাঙার নয়। আমি আমার ভাইয়ের জন্য গর্বিত। আর এই বিশেষ দিনটি আমাদের ভাই-বোনের সম্পর্কের বন্ধনেরই বিশেষ প্রতীক।