স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় মেডেল পেয়েও কেঁদে ভাসাল তৈমুর

Sun, 09 Dec 2018-4:32 pm,

ছোট্ট নবাব তৈমুর আলি খানের স্কুলে ছিল ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার সেখানেই ছেলেকে নিয়ে হাজির ছিলেন করিনা, সঙ্গে ছিলেন তৈমুরের দিদি ববিতা কাপুরও (করিনার মা)  (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে ছেলেকে নিয়ে মাঠে নামেন বেবো। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

এদিন তৈমুরকে স্কুলে অন্যান্য শিশুদের সঙ্গে হলুদ টি-শার্ট পরে হাজির হতে দেখা যায়। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

 আর পাঁচজন সাধারণ মায়ের মতোই ছোট্ট ছেলেকে নিয়ে মাঠে নামেন করিনা নিজেই।  (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

অন্যান্য গার্জিয়ানদের সঙ্গে মেতে থাকতে দেখা যায় করিনাকেও। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

খেলার সময় নিময় মেনে আর পাঁচজনের সঙ্গে লাইনে দাঁড়ায় ছোট্ট নবাব। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

সকলের সঙ্গে বেশকিছুক্ষণ দিব্যি মেতে ছিল তৈমুর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

অন্যদের মতো খেলার অনুষ্ঠানের নিয়ম শিখিয়ে দেওয়া হয় তৈমুরকে। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

সবকিছু ঠিকই ছিল তবে আচমকাই মেজাজ বিগরে যায় করিনা পুত্রের। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

প্রথমে গ্যালারি থেকেই ছেলেকে বোঝানোর চেষ্টা করেন বেবো। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

অগত্যা ছেলেকে সামলাতে গ্যালারি ছেড়ে মাঠে নামতে হয় করিনাকে। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

অনেক কষ্টে ছেলেকে সামলে ওঠেন বেবো (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

বাধ্য হয়ে ছেলেকে নিয়ে নিজেই মাঠে নামেন করিনা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

তৈমুর যখন দৌড়াচ্ছিল, তখন সমানে তাঁর পিছনে দাঁড়িয়েছিলেন বেবো। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

খেলায় কী করতে হবে তা তৈমুরকে বুঝিয়ে দেন করিনা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

তৈমুরকে শেখাচ্ছেন করিনা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

অনেক ভুলিয়ে তবেই তৈমুরকে সামলে ওঠেন করিনা।  (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

তখন কিছুতেই থামানো যাচ্ছিল না তৈমুরের কান্না। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

দৌড়ানো শুরু করে তৈমুর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

খেলার পর জীবনে প্রথম মেডেল জেতে তৈমুর। মেডেল দেওয়া হয় প্রতিযোগিতায় অংশ নেওয়া সমস্ত শিশুদেরই। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

খোশ মেজাজেই খেলতে থাকে তৈমুর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

নাতি ও মেয়েকে নিয়ে খেলা শেষে বাড়ি ফিরে আসেন ববিতা কাপুর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link