তৈমুরকে নিয়ে `বরফের গুহা`য় ঢুকে পড়লেন সইফ!
ছোট্ট নবাব তৈমুরকে নিয়ে সুইৎজারল্যান্ডের গস্তাদে ছুটি কাটাতে গিয়েছেন সইফ-করিনা।
সাদা বরফের চাদর ঢাকা সুইৎজারল্যান্ডে তৈমুরের সঙ্গে সইফ-করিনান একাধিক ছবি ভাইরাল হয়েছে।
বরফের মধ্যে মোটা জ্যাকেট গায়ে চাপিয়ে মমি করিনার সঙ্গে পোজ দিতে দেখা গেছে তৈমুরকে।
কখনওবার সুইৎজারল্যান্ডের গস্তাদে তাঁদের যে বাংলো রয়েছে, সেখানে ছেলেকে নিয়ে পোজ দিয়েছেন সইফ-করিনা।
বাবার কাঁধে চড়ে গস্তাদে সুইৎজারল্যান্ডে নববর্ষের সেলিব্রেশনের একটি অনুষ্ঠানেও হাজির হতে দেখা গেছে ছোট্ট নবাবকে।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে , যেখানে ছোট্ট নবাবকে বাবার কোলে চড়ে বরফ দিয়ে বানানো গুহার মধ্যে ঢুকে বসে থাকতে দেখা গেছে।
কখনও বা সইফ-করিনা বরফের মধ্যে হওয়া গেম শোয়ে অংশ নিয়েছেন।
এস্কিমোদের মত টুপি পড়ে পোজও দিতে দেখা গেছে তৈমুরকে।