Typhoon Alert: ঘণ্টায় ২১৫ কিমি বেগে ধেয়ে আসছে ঝড় `ক্রাথন`, ভয়ংকর ক্ষতির আশঙ্কায় কোন কোন অঞ্চলে জারি সতর্কতা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে ভয়ংকর টাইফুন। ঘণ্টায় ২১৫ কি.মি. বেগে বইবে হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
প্রশান্ত মহাসাগরে তৈরি এই টাইফুনের নাম ক্রাথন। আছড়ে পড়বে উপকূলীয় অঞ্চলে। জারি করা হয়েছে সতর্কতা।
এই ঝড়ের কারণে সব স্কুল-কলেজ বন্ধ, সাগর থেকে নৌকা সরিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এত সব নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এই ঝড়ের কবলে পড়তে চলেছে তাইওয়ান, ফিলিপিন। কাগায়ান ও বাটানেস প্রদেশের বালিন্টাং দ্বীপের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১৭৫ থেকে ২১৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে দেখা গেছে।
মঙ্গলবারই তাইওয়ানের আছড়ে পড়বে এই ঝড়। ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে তাইওয়ান সরকারের।
এই ঝড় এত শক্তিশালী যে ছাদ উড়িয়ে দিতে পারে, গাছ উপড়ে পড়তে পারে, কৃষির ক্ষতি করবে বলে অনুমান।
কাগায়ান প্রদেশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং শত শত গ্রামবাসীকে উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বারংবার ঝড়ে বিধ্বস্ত হয় ফিলিপিন্স। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত দেশে পরিণত হয়েছে।