৮০০ কোটির সম্পত্তি, `Tandav` বিতর্কের মাঝে নজরে সইফের পতৌদি প্যালেস

Wed, 20 Jan 2021-2:48 pm,

আমাজন প্রাইমের নয়া ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। তাণ্ডবের কয়েকটি দৃশ্যের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এমনই অভিযোগে জোরদার শোরগোল শুরু হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে। এমনকী, তাণ্ডবের পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআরও। এসবের মাঝেই নজর কাড়ছে পতৌদি প্যালেস 

জানা যায়, তাণ্ডবের বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং করা হয়েছে সইফ আলি খানের পতৌদি প্যালেসে। ওই ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই পতৌদি প্যালেসের বেশ কয়েক ঝলক সামনে আসে 

পতৌদি প্যালসকে রেস্তোরাঁ এবং হোটেল ব্যবসা থেকে মুক্ত করার পর এই প্রথম রাজপ্রাসাদে নিজের কোনও কাজের শ্যুটিং করলেন বলিউডের ছোটে নবাব 

তাণ্ডবের টিজার যখন প্রকাশ্যে আসে, ওই সময় পতৌদি প্য়ালেস থেকে হাত নাড়াতে দেখা যায় সইফকে। ওই ছবি দেখার পর থেকেই পতৌদি প্যালেস নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ বাড়তে শুরু করে 

প্রায় ১০ একর জমিতে তৈরি পতৌদি প্যালেসে রয়েছে ১৫০টি ঘর 

হরিয়ানায় রয়েছে সইফদের রাজকীয় বাসস্থান পতৌদি প্যালেস। ১৫০টি ঘরের সঙ্গে রয়েছে ৭টি ড্রেসিং রুম, ৭টি বেডরুম, ৭টি বিলিয়ার্ড রুম

এসবের পাশাপাশি পতৌদি প্যালেসে বিভিন্ন ধরনের কাজের জন্য একাধিক ঘর রয়েছে 

পতৌদি প্যালেসকে পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার পর সম্প্রতি সেখান যান সইফিনা। করিনা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে তবেই তাঁরা ফেরেন মুম্বইতে 

তাণ্ডবের টিজার মুক্তি পাওয়ার পর সেখানে সইফের একের পর এক দৃশ্য দেখার পর থেকেই পতৌদি প্যালেস নিয়ে মানুষের উৎসাহ আরও বাড়তে শুরু করে 

সইফদের রাজকীয় বাসভবনে প্রায়শই তাঁদের ছুটি কাটাতে যেতে দেখা যায়। পতৌদি প্যালেসের ভিতরে ব্যক্তিগত লনের পাশাপাশি তৈমুরের জন্য খেলার বিভিন্ন জায়গাও তৈরি করা হয়েছে নতুন করে 

জানা যাচ্ছে, এই মুহূর্তে পতৌদি প্যালেসের দাম প্রায় ৮০০ কোটি

তবে পতৌদি প্যালেসের সত্ত্ব ছেড়ে দেওয়া নয়, রাজপ্রাসাদকে রক্ষণাবেক্ষণ করে আবার নতুন করে সাজিয়ে তোলার চেষ্টাই শুরু করেছেন সইফ আলি খান 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link