প্রিয়াঙ্কা-নিকের `সঙ্গীত সেরিমনি` হবে রাজস্থানের এই দুর্গেই
কিছুদিন আগেই নিক জোনাসকে নিয়ে রাজস্থানের যোঝপুরের মেহরানগড় দুর্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমে বোঝা যায়নি প্রিয়াঙ্কা নিককে নিয়ে কেন সেখানে গিয়েছিলেন? পরে জানা গেল আসল সত্য।
জানা যাচ্ছে এই এই মেহরানগড় দুর্গেই বসছে প্রিয়াঙ্কার সঙ্গীত সেরিমনি ও মেহেন্দির অনুষ্ঠান।
মেহরানগড় দুর্গের পরতে পরতে রয়েছে ইতিহাস। রাঠোর সেনাপতি রাও যোধার হাতে তৈরি হয় এই দুর্গটি।
এই রাও যোধার হাতেই নাকি যোধপুর শহরটিও তৈরি।
এই দুর্গেই রয়েছে সোনার পালকি, রাজ সিংহাসন, ফুলমহল, মতিমহল, শিসমহল। দুর্গের বিলাসী বৈভব সবই স্বযত্নে রক্ষিত।
দুর্গের রঙিন কাঁচের জানালা আপনার মন কাড়বে তা বলাই বাহুল্য।
এই দুর্গেই কাছাকাছিই রয়েছে উমেদ ভবন প্রাসাদ, যেখানে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান হতে চলেছে বলে খবর।