শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে ডিনারে প্রিয়াঙ্কা চোপড়া

Sun, 23 Dec 2018-5:56 pm,

বিয়ের সেলিব্রেশনের পর আপাতত লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। তাঁদের সঙ্গে রয়েছে চোপড়া ও জোনাস পরিবারও। 

বিয়ের পর এভাবেই আপাতত কাটছেন নববধূ প্রিয়াঙ্কার ফ্যামিলি টাইম। 

শনিবারই মা মধু চোপড়া ও নিক জোনাস ও নিকের ভাই জো জোনাস, হবু জা সোফি টার্নারের সঙ্গে ডিনারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে এদিন যেন প্রিয়াঙ্কাকে যেন বড় বেশি মনমরা দেখাচ্ছিল প্রিয়াঙ্কাকে।

এদিন প্রিয়াঙ্কার পরনে ছিলে কালোপ্যান্ট, হলুদ টপ ও বাদামী রঙের জ্যাকেট। 

নিকের পরনে ছিল কালো প্যান্ট ও টি-শার্ট এবং সোনালি রঙের জ্যাকেট। 

মিড-ডে সূত্রে খবর মধু চন্দ্রিমার পর প্রিয়াঙ্কা আপাতত লন্ডনে রয়েছন। তবে খুব শীঘ্রই ফের মুম্বই ফিরবেন দেশি গার্ল এবং শুরু করবেন 'দ্যা স্কাই ইজ পিঙ্ক'-এর শ্যুটিং।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link