BREAKING | Taliban Attack Pakistan: নতুন যুদ্ধ? আফগানিস্তান ঢুকে পড়ল পাকিস্তানে! রুদ্ধশ্বাস সংঘর্ষে বাড়ছে মৃত্যু...

Soumitra Sen Sat, 28 Dec 2024-6:38 pm,

দুদিন আগেই শোনা গিয়েছিল এক ভয়ংকর খবর। কাবুল কান্দাহার হেরাত থেকে অন্তত হাজারপনেরো আফগানি তালিবান পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। 

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে।

এদিকে, আফগানিস্তানও পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এটি পাকিস্তানের হামলার প্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে বলে খবর।

এছাড়া, আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করে।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালিয়েছিল। অন্তত ৪৬ জন নিহত হয়েছিলেন। বেশিরভাগই শিশু ও নারী। এর পরই তালিবান সরকার পাকিস্তানের তীব্র নিন্দা করে এই হামলাকে বর্বর বলে উল্লেখ করে। আর তার পরই এই সংঘর্ষ। 

সকলেই মনে করছে, দুই দেশের এই সংঘর্ষের ফলে তাদের মধ্যে উত্তেজনা আরও বাড়েব। যা ক্রমে আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়তে পারে। প্রসঙ্গত, ডুরান্ড লাইন-- যেটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক সীমান্ত-- নিয়ে আফগানদের মনে দীর্ঘকাল ধরে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জমে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link