বাহুবলি টু, উরির রেকর্ডের দিকে ছুটছে, তানাজির রোজগার শুনলে চমকে উঠবেন
মুক্তির পর থেকেই দৌঁড়তে শুরু করেছে তানাজি।
১০ জানুয়ারি মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ২৫৩.৭২ কোটি রোজগার করে ফেলেছে অজয় দেবগণ এবং সইফ আলি খানের সিনেমা। শিগগিরই এই সিনেমা ৩০০ কোটির ঘরে ঢুকে পড়বে বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা
পুনেতেই অজয় দেবগণের এই সিনেমা একের পর এক গোল করতে শুরু করেছে। ছপক, জওয়ানি জানেমনের মতো একের পর এক সিনেমাকে পিছনে ফেলে দিয়ে এগোতে শুরু করেছে তানাজি
শুধু তাই নয়, বাহুবলি পার্ট টু-কেও ব্যবসার দিক থেকে এই সিনেমা পিছনে ফেলে দিতে পারে বলে মনে করছেন অনেকে
এদিকে তানাজির সাফল্যের মাঝেই ময়দান নামে আরও একটি সিনেমার শ্যুটিং শুরু করে দিয়েছেন অজয় দেবগণ